Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List

সেবার তালিকা :-

 

১। নাম নিবন্ধন কার্যক্রম।

২। কর্ম নিয়ে বিদেশগামী কর্মীদের বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) ইমপ্রেশান গ্রহন।

৩। অভিবাসীর তথ্য সংগ্রহ ও সরবরাহ।

৪। অভিবাসন সংক্রান্ত তথ্য সেবা প্রদান।

৫। মৃত অভিবাসী কর্মীর পরিবারের অভিপ্রায় অনুসারে মৃতদেহ দেশে ফেরত আনা বা সংশ্লিষষ্ট দেশে 

      দাফন সংক্রন্ত কাজ।

৬। মৃত প্রবাসী কর্মীর ওয়ারিশদেরকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ ও প্রাপ্ত চেক বিতরণ।

৭। বিদেশে মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রাপ্তিতে পাওয়ার অব এ্যটর্নি, ফরম এইচ গ্রহণ ও প্রেরণ।

৮। মৃত প্রবাসী কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রাপ্তিতে সার্বিক সহায়তা ও প্রাপ্ত চেক বিতরন।

৯। সরকার টু সরকার (জি টু জি) পদ্ধতিতে বিদেশে কর্মী প্রেরণ সংক্রান্ত কাজ।

১০। বিদেশ গমনেচ্ছু মহিলা কর্মীদের অভিবাসন সংক্রান্ত তথ্য ও প্রশিক্ষণ গ্রহনে সার্বিক সহায়তা।

১১। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে অভিবাসী কর্মীদেরকে উৎসাহিত ও ব্যাপক প্রচার।

১২। সরকার অনুমোদিত বৈধ রিক্রটিং এজেন্সী সমুহের নাম ও ঠিকানা সংরক্ষণ ও অভিবাসীদের

       সরবরাহ।

১৩। নিরাপদ অভিবাসনে জেলার সকল সরকারী দপ্তর সহ এনজিও সংস্থাকে সম্পৃক্ত পূর্বক ব্যাপক প্রচার

       ও জনসচেতনতা বৃদ্ধি।

১৪। প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান।

১৫। প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন।

১৬। বিএমইটি কর্তৃক সময় সময় জারিকৃত অন্যান্য আদেশ নির্দেশ।

১৭। বিদেশ থেকে প্রত্যাগত কর্মীদের দেশে কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা বানিজ্য ক্ষেত্রে সহায়তা প্রদান।